শীতকালে কেন কম্বলের থেকে কমফোর্টার ভালো?

শীতকালে কেন কম্বলের থেকে কমফোর্টার ভালো?



শীত চলে এসেছে। সেই সঙ্গে শীতের পোশাকের কদর বেড়েছে। এবং রাতে আরামদায়ক ঘুমের জন্য লেপ-কম্বল কিংবা মোটা উষ্ণ কাপড় আমরা সবাই ব্যবহার করে থাকি। কিন্তু এই লেপ কিংবা কম্বল ব্যবহার কিছুটা অসুবিধার এবং মেইনটেনেন্স ও অনেক টাই ঝামেলার। তাই এখন সবাই তাদের পছন্দের তালিকায় রাখছে  Best comforter.


কম্বল এবং কমফোর্টারের মধ্যে পাথক্য: 

কম্বল: কম্বল তৈরী করা হয় ডাস্ট যুক্ত কৃত্রিম তুলা বা গার্মেন্টেসের ঝুট দিয়ে যার কারণে এটি ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টের কারণ হতে পারে। এবং লেপ-কম্বল ওজনে ভারী হওয়াতে বহন করতে অসুবিধা হয় এবং কখনো ধোয়া হলে শুকানো ঝামেলা হয়ে যায়। তাই বেশিরভাগ মানুষ এখন কম্বল ব্যবহার করতে চান না। সেই সাথে লেপ ঘরের পরিবেশে বিরূপ প্রভাব ফেলে যেটা অনেকের কাছে অপছন্দ৷ আজকের এই ব্লগে আমরা জানবো কোনটি বেশি আরামদায়ক এবং এই শীতে আপনাদের দিবে সব থেকে বেশি উষ্ণতা।


কমফোর্টার: Best Comforter Set গুলো বাহিরের উন্নতমানের ফেবরিক্স দিয়ে এবং পলি ফিলার ম্যাটেরিয়াল ফাইবার দিয়ে কম্পিউটারাইজড মেশিনের মাধ্যেমে তৈরা করা হয়ে থাকে৷ যার কারণে এটি অনেকটাই মান সম্মত। 


এখন সময়ের সাথে সাথে মানুষের রুচিবোধের পরিবর্তন  এসেছে সেই সাথে মানুষ আরো অনেক বেশি স্বাস্থ সচেতন হয়ে উঠেছে। তাই এখন সবাই লেপ-কম্বল ছেড়ে কমফোর্টার কে বেছে নিচ্ছে শীতের সুরক্ষার জন্য। 


এছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে comforter ব্যাবহারে। যেমন :

১. কমফোর্টার ওজনে অনেক হালকা তাই বহনে অনেক সহজ এবং শুকাতেও নেই কোনো ঝামেলা। 

২. কমফোর্টার দেখতে অনেক আকর্ষনীয় তাই, ঘরের পরিবেশকে আরো নান্দনিক করে তোলে। 

৩. কমফোর্টার বিভিন্ন রঙ্গের এবং ডিজাইনের হয়ে থাকে তাই নিজের পছন্দমত নির্বাচন করা যায়। 

৪. এবং উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরী হওয়ায় এটি অনেকটাই সফ্ট এবং নরম। যা আপনাকে আরো বেশি উষ্ণতা দিয়ে থাকে। 

তাই কম্ফোর্টার যেমন আরামদায়ক তেমনি দেখতে নান্দনিক ও স্বাস্থ্য ঝুঁকিমুক্ত৷

তাই উন্নত দেশগুলোর পছন্দের তালিকায় থাকে এই কম্ফোর্টার ৷

তাই আধুনিক সময়ে আপনার পছন্দেও আনুন একটু বৈচিত্র। এবং কিনে নিন এই শীতে আপনার নিত্য প্রয়োজনীয়ও কমফোর্টার। 


Hometex ltd নিয়ে এসেছে এই শীতে আপনার পছন্দের সব ডিজাইনের কমফোর্টার।  যেগুলো উন্নত মানের এবং দৃষ্টি নান্দনিক। আপনি আপনার পছন্দ অনুসারে যে কোনো সাইজের Hometex comforter পেয়ে যাবেন এখানে। Hometex ltd বাংলাদেশের একটি  অন্যতম বেডশীট এবং হোমডেকোর প্রোডাক্ট সেলিং কোম্পানি। এবং Hometex ltd আপনাকে দিবে ২৪/৭ সাপোর্ট। যেকোনো রকম সমস্যায় আপনাকে করবে সহযোগিতা। এছাড়াও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করে অথবা যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার প্রোডাক্টি কিনে ফেলতে পারবেন।   


তাহলে আর চিন্তা কিসের এখনই কিনে নিন আপনার পছন্দের কমফোর্টার। অর্ডার করুন Hometex ltd থেকে। পণ্যটি নিরাপদে পৌঁছে যাবে আপনার বাসায়।


Comments

  1. I think comforter is better from Blanket.

    Visit our blogs and give your valuable feedback.

    ReplyDelete

Post a Comment

Popular Posts